ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ভোট হবে, প্রতিকূল পরিস্থিতি নেইঃ ইসি 

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৫:০৪:১৭

ভোট হবে, প্রতিকূল পরিস্থিতি নেইঃ ইসি 

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার বলেন, “কোনও ধরনের অনিশ্চয়তা নেই। কমিশনের কাছে ভোটকে নিয়ে কোনো প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি। আমরা সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং যৌক্তিক দিক বিবেচনা করে সীমানা নিয়ে গেজেট প্রকাশ করেছি।”

তিনি আরও জানান, ভোটারসংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট ভোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। “কোথাও জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা এবং কোথাও প্রশাসনিক বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সব ক্ষেত্রে শতভাগ সমন্বয় করা সম্ভব নয়।”

ভোট হবে কি না—এই প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, “ভোট হবে। এ কারণেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি।”

এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, “প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হবে।”

সংবিধান ও আইন সম্পর্কিত বিভ্রান্তি প্রসঙ্গে তিনি বলেন, “প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক বিষয় থাকলে তা সমন্বয় করা হবে।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত