ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

বিক্রেতা সঙ্কটে হল্টেড ১৫ প্রতিষ্ঠান

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১২:৪৫:৫৪

বিক্রেতা সঙ্কটে হল্টেড ১৫ প্রতিষ্ঠান

আজ ০৭ সেপ্টেম্বর সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় প্রায় ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ৫ হাজার ৬৫০ পয়েন্টে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে প্রায় ৮৩৮ কোটি টাকা। বাজারের এই এমন ইতিবাচক পরিস্থিতিতে ১৫ প্রতিষ্ঠানের বিক্রেতা পাওয়া যাচ্ছেনা। যে কারণে দুপুর সাড়ে ১২টার মধ্যে এসব প্রতিষ্ঠান হল্টেড হয়ে গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য বেড়িয়ে এসেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- কেডিএস এক্সেসরিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু ফেব্রিক্স, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ক্যাপিটেক গ্রোথ ফান্ড, এলআর গ্লোবাল, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, এপোলো ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফারইস্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং।

আলোচ্য সময়ে প্রতিষ্টানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে কেডিএস এক্সেসরিজের। দুপুর সাড়ে ১২ টায় কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সিকদার ইন্স্যুরেন্সের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ১০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিএপিএম বিডিবিএলের ১ টাকা বা ৯.৬২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ২ টাকা বা ৯.৬২ শতাংশ, সিএপিএমআইবিবিএলের ৮০ পয়সা বা ৯.৪১ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৭০ পয়সা বা ৯.৩৩ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, এপোলো ইস্পাতের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ, জেনারেশন নেক্সটের ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বেড়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত