ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
রোনালদোর জোড়া গোলে আর্মেনিয়াকে বিধ্বস্ত করেছে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: ৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে আর্মেনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। ম্যাচের আগে প্রয়াত ফুটবল তারকা দিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়, যারা গত জুলাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন।
আর্মেনিয়ার মাঠে দাপট দেখিয়ে খেলেছে পর্তুগাল। তারা ৭১ শতাংশ বল দখলে রেখেছিল এবং স্বাগতিকদের ৭টি শটের বিপরীতে ২৪টি শট নেয়। ম্যাচের ১০ম মিনিটে জোয়াও ক্যান্সেলো'র ক্রস থেকে হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স।
২১ মিনিটে পেদ্রো নেতোর পাসে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪০তম গোল। গোলের পর প্রয়াত সতীর্থ জোটাকে স্মরণ করে উদযাপন করেন এই পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। ৩২ মিনিটে জোয়াও ক্যান্সেলো বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে আরও একটি গোল করেন, যা ৩-০ ব্যবধানে পর্তুগালকে বিরতিতে নিয়ে যায়। ক্যান্সেলোও তার গোলের পর জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন দেখান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই, মাত্র এক মিনিটের মাথায় প্রায় ৪০ গজ দূর থেকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এরপর ৬১ মিনিটে ফেলিক্স ডান পায়ের শটে ব্যবধান ৫-০ করেন। রোনালদো এবং ফেলিক্সের জোড়া গোলে পর্তুগাল বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ শুরু করলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট