ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
জাকসু নির্বাচন: ছাত্রদলের ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আট দফার ইশতেহার ঘোষণা করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে নির্মিত জুলাই স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’-এর সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান এই ইশতেহার প্রকাশ করেন।
ঘোষিত ইশতেহারে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা, ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাসের মতো বিষয়গুলোকে অঙ্গীকার করা হয়েছে।
প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান তার লিখিত বক্তব্যে বলেন, "দীর্ঘ ৩৩টি বছর প্রিয় জাহাঙ্গীরনগর এই নির্বাচনটির জন্য অপেক্ষা করেছে। সবশেষ তিনটি জাকসু নির্বাচনের বিজয়ী সংগঠন ছাত্রদল কয়েক দশক ধরে এই নির্বাচনের দাবি উত্থাপন করেছে। আমাদের সেই বহুল প্রত্যাশিত মাহেন্দ্রক্ষণটি আজ আমাদের মাঝে সমাগত।" তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্রদল একটি শিক্ষাবান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে লড়াই করে এসেছে।
শেখ সাদী হাসান বিশ্বাস করেন যে, ঘোষিত আটটি প্রধান পরিকল্পনা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে এবং তারা সবাই মিলে এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট শাখা ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিল। এই প্যানেলে শীর্ষ পদগুলোয় রয়েছেন শেখ সাদী হাসান (ভিপি), তানজিলা হোসেন বৈশাখী (জিএস), সাজ্জাদুল ইসলাম (এজিএস-পুরুষ), এবং আঞ্জুমান আরা ইকরা (এজিএস-নারী)।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা