ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

‘নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে’

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৯:০৪:০২

‘নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে’

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নুরের শর্টটাইম মেমোরি লস এবং শারীরিক কার্যক্ষমতার হ্রাস লক্ষ্য করা যাচ্ছে।

রাশেদ খান বলেন, নুর যখন কথা বলতে শুরু করেন, তখন তিনি তা পুরোপুরি শেষ করতে পারছেন না। তার কথা প্রায়ই অগোছালো শোনায়। এছাড়া, মাত্র দুই ঘণ্টা আগে ওষুধ নেওয়া সত্ত্বেও পরে ভুলে যাচ্ছেন তিনি তা খেয়েছেন কি না। কথা বলার সময় অনেক সময় তিনি হঠাৎ ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এই পরিস্থিতিতে নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু রাশেদ খানের অভিমত, এই বিষয়ে গড়িমসি করা হচ্ছে এবং কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি।

রাশেদ খান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, নেতার এমন শারীরিক অবস্থার কারণে দলের সকল কার্যক্রমে তার সরাসরি অংশগ্রহণ বর্তমানে সম্ভব নয়। তিনি বলেন, “নুরের সঠিক চিকিৎসা এবং তৎপরতা এখন সময়ের দাবি। আমরা আশা করি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে তার জীবন এবং সুস্থতা নিশ্চিত করা যায়।”

গণ অধিকার পরিষদের এই উচ্চপদস্থ নেতা দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন। সম্প্রতি তার অসুস্থতার কারণে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ ব্যাহত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার অবস্থা নিয়ন্ত্রণে রাখতে হলে বিশেষায়িত চিকিৎসা এবং মনিটরিং অত্যন্ত জরুরি।

নুরের অনিয়মিত শারীরিক সক্ষমতা এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার এই পরিস্থিতি রাজনৈতিক মহলে এবং দলের ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সময়মতো চিকিৎসা গ্রহণ না করলে অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত