ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
সাদিক কাইয়ুমকে সমর্থন, ভারতবিরোধী বক্তব্য ইলিয়াস হোসেনের

নিজস্ব প্রতিবেদকঃ ডাকসু ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কাইয়ুমের পক্ষে ভোট চেয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। একই সঙ্গে তিনি নিজেকে ‘পাকিস্তানের পক্ষের শক্তি’ হিসেবেও দাবি করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
ইলিয়াস লেখেন, “ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন! কিছুদিন আগে বলেছিলাম— সাদিক ও আবিদ দুজনই আমার পছন্দের। কিন্তু ছাত্রদলের কিছু নেতা শিবির প্রার্থীকে ‘পাকিস্তানি রাজাকার’ হিসেবে প্রোপাগান্ডা চালাচ্ছে। এটা আসলে আওয়ামী লীগের বয়ানকেই প্রতিষ্ঠা করছে।”
তিনি আরও লেখেন, “১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান বিভক্ত হলেও এর সুফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত। স্বাধীনতার পর ভারত বারবার ‘পাকিস্তানি’ ট্যাগ ব্যবহার করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে এবং বাংলাদেশকে শোষণ করেছে।”
ভারতবিরোধী অবস্থান স্পষ্ট করে ইলিয়াস বলেন, “আজকের বাংলাদেশে পাকিস্তানের পক্ষে থাকা অপরাধ নয়। বরং যারা পাকিস্তানি ট্যাগ ব্যবহার করছে, তাদেরকেই ভারতীয় দালাল মনে করি। সেই হিসেবে, আমি নিজেও পাকিস্তানের পক্ষে। ’৭১ সালে জন্ম নিলেও যদি অংশ নিতে পারতাম, পাকিস্তানের পক্ষেই থাকতাম। আজও যদি ভারত-পাকিস্তান যুদ্ধ হয়, আমি পাকিস্তানের সাথেই থাকব।”
ছাত্রদলের ভিপি প্রার্থীকে ‘ভারতপন্থী’ বলে উল্লেখ করে ইলিয়াস লেখেন, “ছাত্রদল প্রমাণ করেছে, তাদের প্রার্থী ভারতঘেঁষা। তাই আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছি।” এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, “পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন। ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন।”
পোস্টের শেষ অংশে তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও মন্তব্য করেন। লিখেন, “বিএনপি যদি দেশকে ভারত-পাকিস্তান ভাগে টানতে চায়, আমি অবশ্যই পাকিস্তানের পাশে থাকব, ইনশাআল্লাহ। আওয়ামী লীগের মতো অস্ত্র ব্যবহার করলে, আমাদের মতো দুই-তিনজনই যথেষ্ট ধস নামাতে। কয়েক হাজার খলীল বিরিয়ানি আলম দিয়ে আমাদের মতো কাউকে ঠেকানো যাবে না। ৯ তারিখেই এর ফলাফল দেখা যাবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা