ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সাদিক কাইয়ুমকে সমর্থন, ভারতবিরোধী বক্তব্য ইলিয়াস হোসেনের

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৬:৩৫:৫৭

সাদিক কাইয়ুমকে সমর্থন, ভারতবিরোধী বক্তব্য ইলিয়াস হোসেনের

নিজস্ব প্রতিবেদকঃ ডাকসু ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কাইয়ুমের পক্ষে ভোট চেয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। একই সঙ্গে তিনি নিজেকে ‘পাকিস্তানের পক্ষের শক্তি’ হিসেবেও দাবি করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

ইলিয়াস লেখেন, “ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন! কিছুদিন আগে বলেছিলাম— সাদিক ও আবিদ দুজনই আমার পছন্দের। কিন্তু ছাত্রদলের কিছু নেতা শিবির প্রার্থীকে ‘পাকিস্তানি রাজাকার’ হিসেবে প্রোপাগান্ডা চালাচ্ছে। এটা আসলে আওয়ামী লীগের বয়ানকেই প্রতিষ্ঠা করছে।”

তিনি আরও লেখেন, “১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান বিভক্ত হলেও এর সুফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত। স্বাধীনতার পর ভারত বারবার ‘পাকিস্তানি’ ট্যাগ ব্যবহার করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে এবং বাংলাদেশকে শোষণ করেছে।”

ভারতবিরোধী অবস্থান স্পষ্ট করে ইলিয়াস বলেন, “আজকের বাংলাদেশে পাকিস্তানের পক্ষে থাকা অপরাধ নয়। বরং যারা পাকিস্তানি ট্যাগ ব্যবহার করছে, তাদেরকেই ভারতীয় দালাল মনে করি। সেই হিসেবে, আমি নিজেও পাকিস্তানের পক্ষে। ’৭১ সালে জন্ম নিলেও যদি অংশ নিতে পারতাম, পাকিস্তানের পক্ষেই থাকতাম। আজও যদি ভারত-পাকিস্তান যুদ্ধ হয়, আমি পাকিস্তানের সাথেই থাকব।”

ছাত্রদলের ভিপি প্রার্থীকে ‘ভারতপন্থী’ বলে উল্লেখ করে ইলিয়াস লেখেন, “ছাত্রদল প্রমাণ করেছে, তাদের প্রার্থী ভারতঘেঁষা। তাই আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছি।” এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, “পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন। ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন।”

পোস্টের শেষ অংশে তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও মন্তব্য করেন। লিখেন, “বিএনপি যদি দেশকে ভারত-পাকিস্তান ভাগে টানতে চায়, আমি অবশ্যই পাকিস্তানের পাশে থাকব, ইনশাআল্লাহ। আওয়ামী লীগের মতো অস্ত্র ব্যবহার করলে, আমাদের মতো দুই-তিনজনই যথেষ্ট ধস নামাতে। কয়েক হাজার খলীল বিরিয়ানি আলম দিয়ে আমাদের মতো কাউকে ঠেকানো যাবে না। ৯ তারিখেই এর ফলাফল দেখা যাবে।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত