ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

একাদশে চূড়ান্ত ভর্তি শুরু রোববার

২০২৫ সেপ্টেম্বর ০৫ ২৩:৫৫:২৭

একাদশে চূড়ান্ত ভর্তি শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের মাইগ্রেশনের ফলাফল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে তিন ধাপের আবেদন ও ফল প্রকাশ প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন চূড়ান্ত ভর্তির পালা।

আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে নির্বাচিত শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে গিয়ে ভর্তি ফি জমা দিয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে পারবেন। এই প্রক্রিয়া ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

শুক্রবার রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত দুটি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে রাত ৮টার দিকে জানানো হয়, একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির লক্ষ্যে সবশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং এটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এরপর আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তি হওয়ার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নির্বাচন অথবা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করতে পারবেন।

চলতি বছরের ভর্তি নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির পর কোনো শিক্ষার্থীর ছাড়পত্র (টিসি) ইস্যু করা যাবে না। একইসাথে, বোর্ডের পূর্বানুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের মাধ্যমে অন্য কোথাও ভর্তি করানো যাবে না।

ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই ধরনের ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র ভর্তির ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত