ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

জাতীয় পার্টির বিচার দাবিতে গণঅধিকার পরিষদের সমাবেশ

২০২৫ সেপ্টেম্বর ০৫ ২৩:২৫:০২

জাতীয় পার্টির বিচার দাবিতে গণঅধিকার পরিষদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংহতি সমাবেশে দেশের ৩০টি রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টির বিচার দাবি করেছেন এবং দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহবাগে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের "গুম, খুন ও অবৈধ নির্বাচনের" পৃষ্ঠপোষকতা করেছে। তারা যুক্তি দেন যে, "২৪-এর গণঅভ্যুত্থানের" পর জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, "হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার হতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড। সেই চ্যাপ্টার আর খোলার সুযোগ নেই।" তিনি অভিযোগ করেন যে, স্বৈরাচার ক্ষমতা হারালেও প্রশাসনের ভেতর তার "আন্ডা বাচ্চারা" রয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সোহেল বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সব দল ঐক্যবদ্ধ।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সম্প্রতি নুর বা গণঅধিকার পরিষদের উপর হামলাকে "বাংলাদেশের গণতন্ত্র ও জুলাই বিপ্লবের উপর হামলা" হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন যে, এই হামলার সাথে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা জড়িত। জুবায়ের বলেন, "ফ্যাসিবাদকে যারা শক্তি যুগিয়েছে সেই জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।"

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলী আশরাফ আকন "৫ আগস্ট বিপ্লব পরবর্তী ইন্ডিয়ার দোসরমুক্ত বাংলাদেশ" এবং "ফ্যাসিস্ট আওয়ামী লীগমুক্ত বাংলাদেশ" গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি একটি লিখিত চুক্তি করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানোর প্রস্তাব করেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তাদের উপর হামলাকারীরা কখনোই পুলিশ ও সেনাবাহিনীর সদস্য হতে পারে না, বরং তারা ফ্যাসিবাদের দোসর। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানকে এই হামলায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, অন্যথায় এর দায় এড়াতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সভাপতিত্বে এই সমাবেশে জেএসডি, গণসংহতি আন্দোলন, জমিয়তে উলামা, এনডিএম, যুব অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা বিভাগ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ডেমোক্রেটিক লীগ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এবং জনতার পার্টির নেতাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত