ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ঢাবি নির্বাচনে ভোটার সচেতনতার জন্য চারটি বিশেষ সভা
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটিং প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্যে চারটি বিশেষ সভা আয়োজন করবে ডাকসু নির্বাচন কমিশন। এই সভাগুলো আগামী রবিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, “অনেক শিক্ষার্থী প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। তাদের ভোটিং প্রক্রিয়া জানাতে এবং আগ্রহী করার জন্য ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলিয়ে চারটি সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। আমরা চাই, শিক্ষার্থীরা নির্বিঘ্নে বুথে গিয়ে ভোট দিতে পারে।”
তিনি আরও জানান, ভোটদান প্রক্রিয়া সহজ করতে ইতিমধ্যেই একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে একজন শিক্ষার্থী হল বা বাস থেকে নেমে ভোটকেন্দ্রে পৌঁছে পুলিং অফিস ও এজেন্টদের মাধ্যমে ব্যালট নিয়ে ভোট দিয়ে তা বাক্সে ফেলে আসবে। এছাড়া লাইনে দাঁড়ানো ও ভোটিং সময়ের বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছে, যাতে ভোটদান প্রক্রিয়া শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রধান কমিশনার বলেন, “আমরা চাই না কোনো ভোটার অযথা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করুক। তাই প্রত্যেক শিক্ষার্থী যেন নিজের সময়মতো ভোট প্রদান শেষ করতে পারে। এতে ভোটিং প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ