ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সূর্যসেন হল ছাত্রদলের ইশতেহারে হল বিভ্রাট, স্বীকার করলেন প্রার্থী

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৭:১৯:০৬

সূর্যসেন হল ছাত্রদলের ইশতেহারে হল বিভ্রাট, স্বীকার করলেন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সূর্যসেন হল ছাত্রদল ঘোষিত ইশতেহারে বড় ধরনের বিভ্রান্তির অভিযোগ উঠেছে।

ইশতেহারে বারবার বিজয় একাত্তর হলের অবকাঠামো ও ইতিহাসের উল্লেখ পাওয়া গেছে, যা সূর্যসেন হল থেকে সম্পূর্ণ আলাদা একটি আবাসিক হল।

গত বুধবার ঘোষিত ছাত্রদল সমর্থিত সূর্যসেন হলের প্রান্ত-লিয়ন-গালিব পরিষদের ইশতেহারে ১২ নম্বর দফায় বলা হয়েছে, হলের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে 'বিজয় একাত্তর হল এলামনাই এসোসিয়েশন' গঠন করা হবে।

তাছাড়া, ৬ নম্বর দফায় বিদ্যমান পদ্মা ও যমুনা ব্লকের রিডিং রুমকে স্থানান্তর করে বিলুপ্ত মেঘনা গণরুমকে আধুনিক রিডিং রুমে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু পদ্মা, যমুনা ব্লক ও মেঘনা গণরুম—তিনটিই সূর্যসেন হল নয়, বরং বিজয় একাত্তর হলের অন্তর্ভুক্ত।

এছাড়া, ৪ নম্বর দফায় বলা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থানে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবদান সংরক্ষণের জন্য 'জুলাই স্মৃতিস্তম্ভ' স্থাপন করা হবে।” এই দাবিটিও সূর্যসেন হলের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সূর্যসেন হল সংসদের ভিপি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন প্রান্ত বলেন,

“এটা একটি মিস্টেক ছিল। বিকেলের মধ্যেই আমরা সংশোধিত ইশতেহার শিক্ষার্থীদের কাছে নতুন করে পৌঁছে দেব।”

ইশতেহারে এমন ভুলে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আসলেই হল পরিস্থিতি ও ইতিহাস সম্পর্কে প্রার্থীদের পর্যাপ্ত ধারণা আছে কিনা।

চলমান নির্বাচনী প্রচারে এই বিভ্রান্তির প্রভাব পড়বে কি না, তা এখন সময়ই বলবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত