ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

রাজধানীতে কমছে না গরম, সামান্য বৃষ্টির আভাস

২০২৫ সেপ্টেম্বর ০৫ ০৮:২৪:৪১

রাজধানীতে কমছে না গরম, সামান্য বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আকাশে আজও ভাঁজ পড়বে গরমের, সঙ্গে থাকতে পারে হালকা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রাজধানী ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

অধিদপ্তরের তথ্যে আরও উল্লেখ করা হয়, দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য। তবে আজও স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতেও ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই এবং এসব স্থানে পূর্বের সব সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত