ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

জিএম কাদের দম্পতির বিদেশযাত্রা স্থগিত

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১২:০৮:২৭

জিএম কাদের দম্পতির বিদেশযাত্রা স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃদুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। দলীয় অভ্যন্তরীণ টানাপোড়েন এবং রাজনৈতিক অঙ্গনের নানা জল্পনা-কল্পনার মধ্যেই এই নিষেধাজ্ঞার ঘোষণা এলো।

দুদক সূত্র জানায়, জিএম কাদের ও শেরীফা কাদেরের বিরুদ্ধে একটি অভিযোগের প্রাথমিক অনুসন্ধান চলছে। তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাদের বিদেশ গমন সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

জিএম কাদের বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তার স্ত্রী শেরীফা কাদের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে দলীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিভক্তি, জোট রাজনীতির পরিবর্তন এবং অভ্যন্তরীণ সংকটের কারণে দলটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর মধ্যেই চেয়ারম্যান দম্পতির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে এখনো পর্যন্ত জিএম কাদের বা শেরীফা কাদেরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত