ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ২২:৩৩:০৮

খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় রাত ৯টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সাক্ষাতকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বাংলাদেশে তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত