ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
রাকসু নির্বাচনে মনোনয়ন জমা শেষ, ২৩টি পদে ২১৪ জন প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ৪৭৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫ জন ও সিনেটের ৫টি পদে ৮৪ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন। অন্যদিকে হলগুলোতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭৫৪ জন প্রার্থী।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থিতা জমা দেওয়ার শেষ দিনে জমজমাট পরিবেশের মধ্যে মনোনয়ন কার্যক্রম শেষ হয়েছে। কেন্দ্রীয় ২৩টি পদে মোট ২১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সম্পাদক পদে ক্রীড়া ও খেলাধুলায় ৮ জন, সংস্কৃতি বিষয়ে ৫ জন, মহিলা বিষয়ে ৫ জন, তথ্য ও গবেষণায় ৯ জন, মিডিয়া ও প্রকাশনায় ৭ জন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ৩ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ে ৩ জন এবং পরিবেশ ও সমাজকল্যাণে ১৩ জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। সংশ্লিষ্ট সহকারী সম্পাদক পদে যথাক্রমে ৪, ৭, ৪, ৫, ৪, ৬, ৮ ও ১১ জন প্রার্থী রয়েছেন। নির্বাহী সদস্যের চারটি পদে লড়বেন মোট ৫১ জন।
প্যানেলভিত্তিক প্রার্থীতার ক্ষেত্রেও জমজমাট অবস্থা লক্ষ্য করা গেছে। ছাত্রদল থেকে ২৬ জন, ছাত্রশিবির থেকে ২১ জন, গণ ছাত্রজোট থেকে ২৩ জন, আফরিন জাহান প্যানেল থেকে ২৩ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ থেকে ১৫ জন, আধিপত্যবাদ বিরোধী ঐক্য থেকে ২১ জন, অপরাজেয় ৭১ জাগ্রত থেকে ১৩ জন, তৌহিদুল ইসলাম থেকে ৭ জন, নাজমুস সাকিব প্যানেল থেকে ৬ জন এবং পদ উল্লেখ ছাড়া ৯ জনসহ মোট ২১৪ জন প্যানেলভিত্তিক প্রার্থী মনোনয়ন নিয়েছেন।
হল সংসদ নির্বাচনেও বিপুল আগ্রহ দেখা গেছে। ১৫টি পদে মনোনয়ন নিয়েছেন ৭৫৪ জন প্রার্থী। ১৭টি হলের মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলে ৫০, শাহ মখদুম হলে ৫০, নবাব আব্দুল লতিফ হলে ৩৬, সৈয়দ আমীর আলী হলে ৪৮, শহীদ শামসুজ্জোহা হলে ৪৬, মন্নুজান হলে ৪০, শহীদ হবিবুর রহমান হলে ৫৩, মতিহার হলে ৫৫, মাদার বখশ হলে ৫০, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬২, রোকেয়া হলে ৩০, তাপসী রাবেয়া হলে ৩৮, বেগম খালেদা জিয়া হলে ২৫, শহীদ জিয়াউর রহমান হলে ৫৪, বিজয়-২৪ হলে ৩৫, রহমতুন্নেসা হলে ৪২ এবং জুলাই-৩৬ হলে ৪২ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহের শেষ তারিখ একদিন বাড়ানো হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন।
রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি জানান, আজকের মধ্যে নমুনা সংগ্রহের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে সংগৃহীত নমুনার রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। বুধবার যেসব নমুনা নেওয়া হয়েছে, তার ফলাফল রোববার নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, মনোনয়ন কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শেষ হলো। মনোনয়ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না। তবে যারা আজ মনোনয়ন দিয়েছেন, তারা আগামীকালও ডোপ টেস্ট করতে পারবেন এবং তাদের ফলাফল পরদিন প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার