ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

অনলাইন বিক্রিতে ভুয়া তথ্য দিলে জেল ও জরিমানা

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৬:৩৬:১৯

অনলাইন বিক্রিতে ভুয়া তথ্য দিলে জেল ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক :অনলাইনে পণ্য বিক্রিতে প্রতারণা, ভুয়া তথ্য বা সময়মতো ডেলিভারি না দিলে জেল ও জরিমানার বিধান রেখে ‘ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশ’ চূড়ান্ত করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত খসড়াটি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

অধ্যাদেশটি পাস হলে ‘ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ’ নামে একটি স্বায়ত্তশাসিত সংস্থা গঠিত হবে। সংস্থাটি অনলাইন বাণিজ্যের শৃঙ্খলা রক্ষা, প্রতারণা প্রতিরোধ, লাইসেন্স প্রদান ও বাণিজ্যবিরোধ নিষ্পত্তিতে দায়িত্ব পালন করবে।নতুন বিধানে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড,নির্ধারিত সময়ে পণ্য বা সেবা সরবরাহে ব্যর্থ হলে মূল্যের কয়েক গুণ জরিমানা,নিষিদ্ধ পণ্য বিক্রি, অনুমতি ছাড়া গিফট কার্ড, ওয়ালেট, লটারি চালালে বড় অঙ্কের আর্থিক দণ্ড।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য বা সেবা প্রদর্শনের সময় সেটির মূল্য, ডেলিভারি সময় ও পেমেন্ট ব্যবস্থা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রতিটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ‘ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি)’ নিতে হবে, যা ছাড়া ব্যবসা পরিচালনা করা যাবে না।

কর্তৃপক্ষের কাঠামোতে থাকবেন একজন নির্বাহী চেয়ারম্যান ও চার সদস্য। এটি থাকবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এবং কার্যক্রমে স্বচ্ছতা আনতে একজন মন্ত্রী, উপদেষ্টা বা প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ অধ্যাদেশ প্রয়োজন। এর মাধ্যমে একদিকে যেমন প্রতারণা বন্ধ হবে, অন্যদিকে ভরসাযোগ্য ডিজিটাল বাণিজ্য পরিবেশ তৈরি হবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত