ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

শিবিরকে জড়িয়ে অপপ্রচার বন্ধের হুঁশিয়ারি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১১:২০:১৯

শিবিরকে জড়িয়ে অপপ্রচার বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া শিক্ষার্থীর সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।

নেতারা অভিযোগ করে বলেন, ছাত্রদল সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে নিজেদের ব্যর্থতা ঢাকতে ছাত্রদল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জড়াচ্ছে।

তারা আরও উল্লেখ করেন, অতীতে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং, স্লাটশেমিং, ধর্ষণ ও শ্লীলতাহানির মতো নিন্দনীয় ঘটনায় জড়িত ছিল। এমনকি ২০০২ সালে বুয়েটের মেধাবী শিক্ষার্থী সাবেকুন্নাহার সনি হত্যা এবং ঢাবির শামসুন্নাহার হলে শত শত নারী শিক্ষার্থী নির্যাতনের জন্যও ছাত্রদল দায়ী।

ছাত্রশিবির স্পষ্ট করে জানায়, অভিযুক্ত ব্যক্তি তাদের সংগঠনের সদস্য নন। তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে যাতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বিবৃতিতে নেতারা সতর্ক করে বলেন, ছাত্রদল যেন মিথ্যা অপপ্রচার বন্ধ করে। নারী নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা গণতান্ত্রিক রাজনীতির জন্য কলঙ্কজনক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত