ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে প্রার্থীদের পোলিং এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত

২০২৫ আগস্ট ৩১ ১৮:৩৯:৪৬

ডাকসু নির্বাচনে প্রার্থীদের পোলিং এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ভোট গ্রহণের দিন প্রার্থীদের পোলিং এজেন্ট নিয়োগের জন্য আহবান করেছে নির্বাচন ডাকসু কমিশন।

আজ রোববার চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সংসদে প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্ট নিয়োগ করা হবে। এই উপলক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের প্রতি কেন্দ্রে ১ জন করে সর্বোচ্চ ৮ জন পোলিং এজেন্টের নামসহ আবেদন চীফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, এই আবেদনের সাথে মনোনীত পোলিং এজেন্টদের এক কপি পাসপোর্ট সাইজ ছবি, বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্রের কপি, ভোটার নম্বর ও হোয়াটসঅ্যাপ ফোন নম্বর জমা দিতে হবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ