ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

৪৭ লাখের বেশি ভোটার যুক্ত, চূড়ান্ত তালিকা প্রকাশ

২০২৫ আগস্ট ৩১ ১৮:৩৪:০৫

৪৭ লাখের বেশি ভোটার যুক্ত, চূড়ান্ত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ৪৫৫, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। খসড়া তালিকার তুলনায় এবার ভোটার বেড়েছে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন। এর আগে ১০ আগস্টে ৪৬ লাখ ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়েছিল।

ইসি সচিব জানান, নতুন ভোটার তালিকা তিন পর্যায়ে হালনাগাদ করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারা তালিকাভুক্ত হবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারিত হবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত