ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

২০২৫ আগস্ট ৩১ ১৬:০৩:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত রাস্তায় উভয়পাশে ১৪৪ ধারা প্রয়োগ করা হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেন।

ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার আদেশে বলা হয়েছে, এই সময়ে এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত অবস্থান বা চলাচলও এই এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ