ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
অভিনেত্রী প্রিয়া মারাঠি আর নেই

বলিউডের জনপ্রিয় মুখ ও ছোটপর্দার পরিচিত অভিনেত্রী প্রিয়া মারাঠি আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে আজ (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন প্রিয়া মারাঠি। বাণিজ্যনগরীতেই বেড়ে ওঠা এই অভিনেত্রীর শৈশব থেকেই অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহ ছিল। টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেন তিনি।
প্রিয়া প্রথম দর্শকদের নজরে আসেন বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় সিরিয়াল ‘কসম সে’-এর মাধ্যমে। তবে সর্বাধিক জনপ্রিয়তা পান ‘পরিত্র রিস্তা’ ধারাবাহিকে অভিনয়ের সময়। এই ধারাবাহিকেই সহ-অভিনেতা ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। ধারাবাহিকটির পর প্রিয়ার ক্যারিয়ার আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তিনি একে একে অভিনয় করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘তু তিথে মে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’, এবং ঐতিহাসিক সিরিজ ‘ভারত কা বীরপুত্র–মহারাণা প্রতাপ’-এ। শুধু ছোটপর্দা নয়, হিন্দি সিনেমাতেও তার উপস্থিতি ছিল সমানভাবে। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘হামনে জিনা শিখ লিয়া’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া বিখ্যাত নির্মাতা গোবিন্দ নিহালনির ‘তি আনি ইতার’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়।
২০১২ সালে তিনি বিয়ে করেন অভিনেতা শান্তনু মোঘেকে। গত বছর স্বামীর সঙ্গে জয়পুর সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। এরপর থেকে একেবারে আড়ালে চলে যান প্রিয়া।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, বন্ধু ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি