ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২
স্বর্ণের দাম বাড়ল আবার, ক্রেতাদের জন্য সতর্কবার্তা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে রোববার (৩১ আগস্ট) থেকে কার্যকর হলো নতুন দাম। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।
শনিবার (৩০ আগস্ট) রাতে বাজুসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং স্থানীয় চাহিদা ও মূল্যবৃদ্ধি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে পিউর গোল্ড বা খাঁটি স্বর্ণের মূল্য বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের নতুন বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বাজুস স্বর্ণের দাম নির্ধারণ করেছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। ২১ ক্যারেট ছিল ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেট ছিল ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা।
আরও আগে, গত ২৪ জুলাই বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছিল, ফলে ২২ ক্যারেটের এক ভরির দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।
চলতি বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় দাম বাড়ানো-কমানোর পর আগস্টের শেষ দিকে আবারও বেড়েছে দাম। বাজুসের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে ধারাবাহিকভাবে বাড়ছে স্বর্ণের মূল্য। এ কারণে গহনার ক্রেতা ও ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এনজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ