ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
স্বর্ণের দাম বাড়ল আবার, ক্রেতাদের জন্য সতর্কবার্তা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে রোববার (৩১ আগস্ট) থেকে কার্যকর হলো নতুন দাম। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।
শনিবার (৩০ আগস্ট) রাতে বাজুসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং স্থানীয় চাহিদা ও মূল্যবৃদ্ধি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে পিউর গোল্ড বা খাঁটি স্বর্ণের মূল্য বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের নতুন বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বাজুস স্বর্ণের দাম নির্ধারণ করেছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। ২১ ক্যারেট ছিল ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেট ছিল ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা।
আরও আগে, গত ২৪ জুলাই বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছিল, ফলে ২২ ক্যারেটের এক ভরির দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।
চলতি বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় দাম বাড়ানো-কমানোর পর আগস্টের শেষ দিকে আবারও বেড়েছে দাম। বাজুসের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে ধারাবাহিকভাবে বাড়ছে স্বর্ণের মূল্য। এ কারণে গহনার ক্রেতা ও ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এনজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট