ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

একটি উগ্রবাদী চক্র জনগণকে বিভক্ত করতে চাইছে : মির্জা ফখরুল

২০২৫ আগস্ট ৩০ ১৯:৫৬:২৭

একটি উগ্রবাদী চক্র জনগণকে বিভক্ত করতে চাইছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ময়মনসিংহে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের এক প্রতিনিধি সম্মেলনে দাবি করেছেন যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি আরও উল্লেখ করেন, একটি উগ্রবাদী চক্র বিভিন্ন উগ্রবাদের কথা বলে জনগণকে বিভক্ত করতে চাইছে। ফখরুল দেশের সকল নাগরিককে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অধিকার প্রতিষ্ঠার জন্য পুনরায় লড়াই করার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল জাতিকে ঐক্যবদ্ধ করে এই লক্ষ্য অর্জন সম্ভব।

বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, একটি ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদী শাসনের পর একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের 'ক্ষুদ্র' বা 'সংখ্যালঘু' হিসেবে অভিহিত না করে 'বাংলাদেশি' হিসেবে নিজেদের পরিচয় দিতে উৎসাহিত করেন, কারণ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান উভয়েই সকল নাগরিকের সমান অধিকারের উপর জোর দিয়েছেন।

ফখরুল আরও জানান, তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি। এই কর্মসূচিতে 'রেইনবো বাংলাদেশ' গঠনের কথা বলা হয়েছে, যা সকল জাতিকে অন্তর্ভুক্ত করে একটি প্রকৃত রেইনবো রাষ্ট্র গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য দেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সারাদেশের ১৪টি জেলার সমতল অঞ্চলের ৩৪টি জাতিগোষ্ঠীর আদিবাসী প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত