ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

২০২৫ আগস্ট ৩০ ১৯:৪৭:৫৮

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য চার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (৩০ আগষ্ট) রাতে কমিশনের চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ৮টি কেন্দ্রে ভোট ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হবে। বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করা হলো।

ভোট গ্রহণের সময় পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে বলা হয়, ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) নির্ধারণ করা হলো। বিকাল ৪টার মধ্যে ভোট কেন্দ্রের লাইনে যারা থাকবে তারা সবাই ভোট দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত