ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
অপপ্রচার বন্ধ না হলে ডাকসু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে: আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী অনলাইনে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আবিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা কোনো অপপ্রচারে কান দেবেন না। যে ঘটনাই ঘটুক না কেন, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন।” তিনি আরও বলেন, “আমরা কোনো অপরাধ করলে আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত আছি। কিন্তু কোনো মিথ্যা ঘটনা আমাদের ওপর চাপিয়ে দেবেন না।”
তিনি জানান, ইতিমধ্যেই তাদের প্যানেলের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থীর আইডি হ্যাক করার চেষ্টা করা হয়েছে। আবিদুল অভিযোগ করেন যে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিকভাবে পরাজিত হতে থাকা এই গোষ্ঠীটি অনলাইনে অপপ্রচার বাড়িয়ে দিচ্ছে।
আবিদুল বলেন, অনলাইনে অপপ্রচার চলতে থাকলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। তিনি বলেন, “আমরা কোনো অভিযোগ দিতে চাই না, বরং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সম্মিলিতভাবে কাজ করতে চাই।” তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশে দীর্ঘকাল ধরে লুণ্ঠিত গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পুনরুদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হবে।
ডাকসু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আবিদুল অনুরোধ করেন, যেসব ফেসবুক পেজ বা অনলাইনে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক প্রার্থী আরিফুল ইসলাম এবং আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক প্রার্থী মেহেদী হাসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ