ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, উঠছে পক্ষপাতিত্বের অভিযোগ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৯ ১৭:৪০:৪১
ডাকসু নির্বাচন: ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, উঠছে পক্ষপাতিত্বের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রার্থীরা থেমে থাকেননি। জুমার নামাজকে কেন্দ্র করে বিভিন্ন হলে গিয়ে প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং ভোট চেয়েছেন।

শহীদুল্লাহ হলে প্রচারণা শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভর বাড়ি হামিম নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। একই অভিযোগ মহসিন হলের গণসংযোগে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েমও করেন। এমনকি ফর চেঞ্জ প্যানেলের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা হুশিয়ারি দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে তারা নির্বাচনের বর্জনের পথে যেতে বাধ্য হবেন।

প্রার্থীদের অভিযোগ, প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচনের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে। তবে বেশিরভাগ সংগঠনের অভিন্ন বক্তব্য, নানা অভিযোগ থাকলেও যে কোনো পরিস্থিতিতেই নির্বাচন হতে হবে।

অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কাম নির্বাচন পরিচালনায় নিয়োজিত শিক্ষকদের উদ্দেশে আহ্বান জানান, যাতে তারা নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের বলেন, যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা, এ নির্বাচন হবে নিরপেক্ষ ও স্বচ্ছ।

আজকের মধ্যেই ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে মূল প্রচারণা, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ৩৩ বছর পর জাকসু নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাংস্কৃতিক জোটও তাদের প্যানেল ঘোষণা করতে যাচ্ছে। ইতোমধ্যে আচরণবিধি প্রকাশ হয়েছে এবং প্রশাসন ডিজিটাল প্রচারণা ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে।

সব মিলিয়ে ডাকসু ও জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে প্রাণবন্ত নির্বাচনমুখর পরিবেশ, যদিও প্রার্থীদের অভিযোগ ও আশঙ্কা এখনও কাটছে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত