ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন: ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, উঠছে পক্ষপাতিত্বের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রার্থীরা থেমে থাকেননি। জুমার নামাজকে কেন্দ্র করে বিভিন্ন হলে গিয়ে প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং ভোট চেয়েছেন।
শহীদুল্লাহ হলে প্রচারণা শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভর বাড়ি হামিম নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। একই অভিযোগ মহসিন হলের গণসংযোগে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েমও করেন। এমনকি ফর চেঞ্জ প্যানেলের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা হুশিয়ারি দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে তারা নির্বাচনের বর্জনের পথে যেতে বাধ্য হবেন।
প্রার্থীদের অভিযোগ, প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচনের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে। তবে বেশিরভাগ সংগঠনের অভিন্ন বক্তব্য, নানা অভিযোগ থাকলেও যে কোনো পরিস্থিতিতেই নির্বাচন হতে হবে।
অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কাম নির্বাচন পরিচালনায় নিয়োজিত শিক্ষকদের উদ্দেশে আহ্বান জানান, যাতে তারা নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের বলেন, যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা, এ নির্বাচন হবে নিরপেক্ষ ও স্বচ্ছ।
আজকের মধ্যেই ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে মূল প্রচারণা, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ৩৩ বছর পর জাকসু নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাংস্কৃতিক জোটও তাদের প্যানেল ঘোষণা করতে যাচ্ছে। ইতোমধ্যে আচরণবিধি প্রকাশ হয়েছে এবং প্রশাসন ডিজিটাল প্রচারণা ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে।
সব মিলিয়ে ডাকসু ও জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে প্রাণবন্ত নির্বাচনমুখর পরিবেশ, যদিও প্রার্থীদের অভিযোগ ও আশঙ্কা এখনও কাটছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা