ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করেছেন: ডা. তাহের

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তিনি অভিযোগ করে বলেন, সরকার সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা একটি পরিকল্পিত নির্বাচনের নীল নকশা ছাড়া আর কিছু নয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেন, আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার তাদের কমিটমেন্ট অনুযায়ী নিরপেক্ষ থাকবে, সংস্কার কার্যক্রম দৃশ্যমান করবে এবং তারপর নির্বাচন দেবে। কিন্তু প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রভাবিত হয়ে একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছেন।
সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেন, তারা ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য কিছু মৌলিক শর্ত পূরণ জরুরি। এর মধ্যে প্রধান শর্ত হলো জুলাই চার্টার বাস্তবায়ন এবং সেটিকে আইনগত ভিত্তি দেওয়া। দলটির মতে, এ ভিত্তি ছাড়া নির্বাচনের ঘোষণা দেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।
আমরা মনে করি গতকালের ঘোষিত রোডম্যাপ আসলে একটি নীল নকশা, যা নির্বাচন ভণ্ডুল করারই কৌশল। আমরা তা হতে দেব না। আমরা নির্বাচন কমিশন ও সরকারকে বাধ্য করব যাতে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) সিস্টেমে চার্টারভিত্তিক নির্বাচন হয়।
নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা
নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে কাজ করার অভিযোগও তোলে সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তার অভিযোগ, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কমিশন একবার বলছে পিআর সিস্টেম নেই, আবার ভিন্ন সময়ে সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছে।
মোঃ তাহের বলেন, “সংবিধানে শুধু নির্বাচন করার কথা বলা আছে, কিন্তু কোন পদ্ধতিতে হবে তা বলা নেই। আজ দুটি প্রস্তাব রয়েছে একটি প্রচলিত কনস্টিটিউয়েন্সি ভিত্তিক পদ্ধতি, অন্যটি আমাদের প্রস্তাবিত পিআর সিস্টেম। এই দুটি পদ্ধতির যেকোনো একটি চূড়ান্ত না করে রোডম্যাপ ঘোষণা করা বড় ধরনের অন্যায়।”
তিনি নির্বাচন কমিশনকে এমন বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় কমিশনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও সতর্ক করে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা