ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
তামিমকে বাঁচানো সেই ডালিম জার্মানিতে, পেয়েছেন কোচ হওয়ার প্রস্তাবও

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রাক্তন ছাত্র ইয়াকুব চৌধুরি ডালিম ২০১১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরের বছর প্রিমিয়ার লিগে গাজী ট্যাংকের (বর্তমানে লিজেন্ড অব রুপগঞ্জ) হয়ে প্রথমবার ট্রেইনারের দায়িত্ব পালন করেন তিনি। তখনো দেশের ক্লাব ক্রিকেটে ট্রেইনার প্রথা তেমন প্রচলিত ছিল না। সেদিক থেকে পথপ্রদর্শকের ভূমিকায় ছিলেন ডালিম।
২০১৩ সালে তিনি যোগ দেন মোহামেডানে এবং এখনও সেই ক্লাবের সঙ্গেই কাজ করছেন। তবে চলতি বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে এক ভিন্ন কারণে আলোচনায় আসেন তিনি। মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল তখন প্রায় ২২ মিনিট ধরে সিপিআর দিয়ে জীবন বাঁচান ডালিম।
বর্তমানে উন্নত প্রশিক্ষণের জন্য তিনি অবস্থান করছেন জার্মানিতে। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনের ওপর একটি স্কলারশিপ নিয়ে গেছেন সেখানে। ডালিম জানান, এই কোর্সে অংশ নেওয়া তার ব্যক্তিগত উদ্যোগে হলেও বিসিবিকে অনুরোধ করেছেন প্রশিক্ষণকালীন সময়ে যেন তার বেতন বহাল থাকে।
প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘প্রথম তিন মাস অনলাইনে কোর্স করেছি যা মে মাস থেকে শুরু হয়। এরপর আগস্টে জার্মানিতে এসেছি। ২ আগস্ট থেকে সরাসরি ক্লাস শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ডিসেম্বরের শেষ পর্যন্ত অনলাইনে কোর্স চলবে।’
খেলোয়াড়দের ইনজুরি, পুনর্বাসন এবং পারফরম্যান্স ধরে রাখার নানা দিক নিয়েই এই কোর্সে বিস্তারিত শিখছেন বলে জানান তিনি, ‘আমরা বিসিবির স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচরা আগে কখনো এমন পড়াশোনার সুযোগ পাইনি। এখানে এসে বায়োমেকানিক্স, ফিজিওলজি, ইনজুরি রিকভারি সবকিছু অনেক গভীরভাবে জানতে পারছি।’
জাতীয় দলের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন ডালিম, ‘স্পোর্টস মেডিসিন অনেক গুরুত্বপূর্ণ। উন্নতির জায়গা অনেক। ভবিষ্যতে জাতীয় দলের হয়েই দীর্ঘ সময় কাজ করতে চাই। যদিও আর্থিক দিকটা একটি বড় চ্যালেঞ্জ তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’
এরই মধ্যে বিদেশি ক্লাব এবং একটি জাতীয় দল থেকেও প্রস্তাব পেয়েছেন এই বাংলাদেশি ট্রেইনার, ‘নিজেকে আন্তর্জাতিক মানের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে মালয়েশিয়া ক্রিকেট থেকে কোচ হওয়ার অফার পেয়েছি। জার্মানিতেও কয়েকটি ক্লাবের সঙ্গে কথা চলছে। কোর্স শেষ হলে ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও অফার আসবে বলে আশা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা