ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
তামিমকে বাঁচানো সেই ডালিম জার্মানিতে, পেয়েছেন কোচ হওয়ার প্রস্তাবও
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রাক্তন ছাত্র ইয়াকুব চৌধুরি ডালিম ২০১১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরের বছর প্রিমিয়ার লিগে গাজী ট্যাংকের (বর্তমানে লিজেন্ড অব রুপগঞ্জ) হয়ে প্রথমবার ট্রেইনারের দায়িত্ব পালন করেন তিনি। তখনো দেশের ক্লাব ক্রিকেটে ট্রেইনার প্রথা তেমন প্রচলিত ছিল না। সেদিক থেকে পথপ্রদর্শকের ভূমিকায় ছিলেন ডালিম।
২০১৩ সালে তিনি যোগ দেন মোহামেডানে এবং এখনও সেই ক্লাবের সঙ্গেই কাজ করছেন। তবে চলতি বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে এক ভিন্ন কারণে আলোচনায় আসেন তিনি। মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল তখন প্রায় ২২ মিনিট ধরে সিপিআর দিয়ে জীবন বাঁচান ডালিম।
বর্তমানে উন্নত প্রশিক্ষণের জন্য তিনি অবস্থান করছেন জার্মানিতে। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনের ওপর একটি স্কলারশিপ নিয়ে গেছেন সেখানে। ডালিম জানান, এই কোর্সে অংশ নেওয়া তার ব্যক্তিগত উদ্যোগে হলেও বিসিবিকে অনুরোধ করেছেন প্রশিক্ষণকালীন সময়ে যেন তার বেতন বহাল থাকে।
প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘প্রথম তিন মাস অনলাইনে কোর্স করেছি যা মে মাস থেকে শুরু হয়। এরপর আগস্টে জার্মানিতে এসেছি। ২ আগস্ট থেকে সরাসরি ক্লাস শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ডিসেম্বরের শেষ পর্যন্ত অনলাইনে কোর্স চলবে।’
খেলোয়াড়দের ইনজুরি, পুনর্বাসন এবং পারফরম্যান্স ধরে রাখার নানা দিক নিয়েই এই কোর্সে বিস্তারিত শিখছেন বলে জানান তিনি, ‘আমরা বিসিবির স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচরা আগে কখনো এমন পড়াশোনার সুযোগ পাইনি। এখানে এসে বায়োমেকানিক্স, ফিজিওলজি, ইনজুরি রিকভারি সবকিছু অনেক গভীরভাবে জানতে পারছি।’
জাতীয় দলের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন ডালিম, ‘স্পোর্টস মেডিসিন অনেক গুরুত্বপূর্ণ। উন্নতির জায়গা অনেক। ভবিষ্যতে জাতীয় দলের হয়েই দীর্ঘ সময় কাজ করতে চাই। যদিও আর্থিক দিকটা একটি বড় চ্যালেঞ্জ তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’
এরই মধ্যে বিদেশি ক্লাব এবং একটি জাতীয় দল থেকেও প্রস্তাব পেয়েছেন এই বাংলাদেশি ট্রেইনার, ‘নিজেকে আন্তর্জাতিক মানের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে মালয়েশিয়া ক্রিকেট থেকে কোচ হওয়ার অফার পেয়েছি। জার্মানিতেও কয়েকটি ক্লাবের সঙ্গে কথা চলছে। কোর্স শেষ হলে ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও অফার আসবে বলে আশা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ