ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বড় বোন ছিলেন হল সংসদের এজিএস, ছোট বোন ডাকসু এজিএস প্রার্থী

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৮ ২২:০৬:৩৯
বড় বোন ছিলেন হল সংসদের এজিএস, ছোট বোন ডাকসু এজিএস প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র এজিএস প্রার্থী হিসেবে লড়ছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী সানজানা আফিফা অদিতি। তার বড় আইন বিভাগের শিক্ষার্থী ফাতিমা তাহসিন ছিলেন শামসুন নাহার হল সংসদের নির্বাচিত এজিএস। বড় বোনের অনুপ্রেরণাতেই ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানান তিনি। অদিতি নিজেও শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী।

শুধু তাই নয় তাদের মধ্যে মিল আছে আরও একটি ক্ষেত্রে। বড় বোন ফাতিমা তাহসিন ছিলেন ২০১৮ সালের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক। পরবর্তীতে ২০১৯ সালের নির্বাচনে হল সংসদ থেকে এজিএস পদে নির্বাচিত হোন।অন্যদিকে ছোট বোন সানজানা আফিদা অদিতি ছিলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সমন্বয়ক।

সানজানা আফিফা অদিতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। দলীয় প্যানেল না পেয়ে লড়ছেন ডাকসুর স্বতন্ত্র এজিএস পদে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ছাত্রলীগের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ক্যাম্পাসে সময়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠনের সাথেও যুক্ত ছিলেন অদিতি।

এজিএস পদে প্রার্থিতা নিয়ে অদিতি বলেন, আমার জীবনে প্রতিবাদী হয়ে ওঠা কিংবা রাজনীতিতে আসার পেছনে আমার সেজো বোনের বিশেষ অবদান আছে। আপু ২০১৮ সালের কোটা আন্দোলনে মুখ্য ভূমিকা পালনের পর ২০১৯ সালের ডাকসুতে হল সংসদে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। আপুর সব বিদ্রোহী পদক্ষেপ স্বাভাবিকভাবেই আমাকে প্রভাবিত করেছে, আর আমার নেতৃত্বের গুণাবলিও দ্রুত বিকশিত হয়েছে।

তিনি আরও বলেন, অগ্রজের সেই পরম্পরা ধরে রাখতেই আমি কেন্দ্রীয় সংসদে এজিএস পদ বেছে নিয়েছি এবং একইভাবে স্বতন্ত্র থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এজিএস পদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক থাকবে। আমি বিজয়ী হয়ে বিজয়ের এই পরম্পরাও রক্ষা করতে পারবোবলেআশারাখি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত