ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ রেহানার বিরুদ্ধে রাজউকের সাক্ষ্য
.jpg)
ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ২৩ সদস্যের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলার সাক্ষীদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সাক্ষীরা আদালতে জানিয়েছেন, শেখ রেহানাসহ অন্যরা মিথ্যা হলফনামা দিয়ে প্লটগুলো বরাদ্দ নিয়েছিলেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য দিয়েছেন রাজউকের (এস্টেট ও ভূমি) উপ-পরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী।
দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) জানান, সাক্ষীরা আদালতে তিনটি হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় উল্লেখ করা হয়েছে, আসামিরা ঢাকা বা নারায়ণগঞ্জের আশপাশে কোনো বাড়িঘর বা অন্য কোনো সম্পত্তি নেই এবং তারা ‘অসহায়’ উল্লেখ করে প্লট বরাদ্দ চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তাদের অনেকেরই ফ্ল্যাট ও সম্পত্তি ছিল। এই মিথ্যা তথ্যের ভিত্তিতেই তারা প্লটগুলো বরাদ্দ নেন।
এই তিন কর্মকর্তা তিনটি মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আগামী ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট এই তিনটি মামলার বাদী সাক্ষ্য দেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একটি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জন আসামি রয়েছেন। অন্য দুটি মামলায় যথাক্রমে আজমিনা সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন এবং রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক গত জানুয়ারিতে প্লট বরাদ্দের এই দুর্নীতির অভিযোগে মোট ছয়টি মামলা করে। মামলার অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ