ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ইসির রোডম্যাপ ঘোষণার পর বিএনপির ইতিবাচক প্রতিক্রিয়া

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ১৮:১৫:৪০
ইসির রোডম্যাপ ঘোষণার পর বিএনপির ইতিবাচক প্রতিক্রিয়া

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বনানীর একটি হোটেলে ইসির রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন।

তিনি বলেন, "মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে।" দেশের জনগণ নির্বাচনমুখী হচ্ছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন যে, নির্বাচনের পর দেশের অর্থনীতিতে বড় ধরনের অগ্রগতি আসবে। এর কারণ হিসেবে তিনি বলেন, "কারণ নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে।"

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা মনে করেন, একটি নির্বাচিত সরকারই দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও অগ্রগতি আনতে পারে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত