ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

৩৫ বছর পর চাকসু নির্বাচন: তফসিল ঘোষণা বৃহস্পতিবার

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৭ ১৮:৫৫:১৫
৩৫ বছর পর চাকসু নির্বাচন: তফসিল ঘোষণা বৃহস্পতিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর হতে যাচ্ছে। এ নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘোষণা করা হবে।

বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন। তিনি জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে এসেছে এবং অন্যান্য প্রয়োজনীয় কাজও দু-এক দিনের মধ্যে শেষ করা হবে। তফসিল ঘোষণার অনুষ্ঠান বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

এছাড়া তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি প্রকাশ করা হবে। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে। এই সিদ্ধান্ত প্রশাসনের সঙ্গে মঙ্গলবার মিটিং করে নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক মনির উদ্দিন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। এরপর ১৯৭০, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৯, ১৯৮১ এবং সর্বশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা অনুষ্ঠিত হয়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত