ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
চাকসু নির্বাচন ঘিরে চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি
আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে শাখা ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করলে, তার পাল্টা হিসেবে চাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখোমুখি অবস্থান নেয় শাখা ছাত্রশিবির।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে প্রায় একই সময়ে এই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে সংগঠন দুটি। দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল, অন্যদিকে সাড়ে ১২টায় চাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রশিবির।
ছাত্রদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ একটি নির্দিষ্ট দলের কর্মসূচিতে অংশ নেন এবং তিনি চাকসু নির্বাচনের সঙ্গেও জড়িত। অন্যদিকে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ছাত্রদলকে নিয়ে কটূক্তি করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এসব কারণে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে দুজনেরই পদত্যাগ চায় ছাত্রদল।
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, "রেজিস্ট্রার কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন? চাকসু কমিটি তো তারই স্বাক্ষরে হয়েছে। আমরা এর প্রতিবাদ করতেই পারি। তার অশালীন মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই।"
অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল অনৈতিক সুবিধা নিতে না পেরেই প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে এবং বিভিন্ন অযৌক্তিক ইস্যু তৈরি করে চাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, "আমরা দেখেছি একটি দল বিভিন্ন অযৌক্তিক ইস্যু টেনে চাকসু বানচালের চেষ্টা করছে। তাদের এই পাঁয়তারা আমরা কোনোভাবেই মেনে নেব না।"
এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, "আমি চাকসু নির্বাচন সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমাকে সদস্যসচিবের প্রস্তাব দেওয়া হলেও আমি তা গ্রহণ করিনি।" তিনি জানান, ছাত্রদলের একটি স্মারকলিপির বিষয়ে এক সাংবাদিককে করা তার একটি মন্তব্যকে কেন্দ্র করে পদত্যাগের এই দাবি তোলা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ