ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
এইচএসসির খাতা মূল্যায়নে বাড়তি সময় পেলেন পরীক্ষকরা
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের অতিরিক্ত দুই দিন সময় দিয়েছে। নির্ভুলভাবে ফলাফল নিশ্চিত করতে এবং পরীক্ষকদের ওপর থেকে চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে পরীক্ষকদের কাছে উত্তরপত্র পৌঁছে দেওয়া হয়েছে এবং মূল্যায়নের কাজ শুরু হয়েছে। যেহেতু মূল্যায়নের মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি, তাই পরীক্ষকরা যাতে তাড়াহুড়ো না করে সময় নিয়ে কাজ করতে পারেন, সে কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানো হয়েছে। এই বাড়তি সময় পরীক্ষকদের আরও সতর্ক ও নির্ভুলভাবে খাতা দেখতে সাহায্য করবে বলে বোর্ড আশা করছে।
তবে, কোন নির্দিষ্ট তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে বা খাতা জমা দেওয়ার নতুন শেষ তারিখ কবে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বোর্ড সূত্রের মতে, এই তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে যাতে মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো অপ্রয়োজনীয় চাপ বা অনিয়ম তৈরি না হয়। শুধু পরীক্ষকদের অভ্যন্তরীণভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের নতুন বর্ধিত সময়সীমার মধ্যে খাতা জমা দিতে হবে।
উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে প্রধান পরীক্ষক ও পরীক্ষক উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রধান পরীক্ষক প্রথমে পরীক্ষকদের জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করেন এবং প্রতিটি প্রশ্নের জন্য নম্বর কীভাবে বণ্টন করতে হবে সে বিষয়ে নির্দেশনা দেন। পরীক্ষকরা সেই নির্দেশনা অনুযায়ী খাতা মূল্যায়ন করে প্রধান পরীক্ষকের কাছে জমা দেন। প্রধান পরীক্ষক তারপর সব খাতা পুনরায় যাচাই করে দেখেন এবং কোনো ভুল বা অসামঞ্জস্য থাকলে তা সংশোধন করে চূড়ান্তভাবে ফলাফল প্রস্তুত করতে সহায়তা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো