ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সিপিএল-এ এক বলে ২২ রানের রেকর্ড

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৭ ১৬:১৪:৫৯
সিপিএল-এ এক বলে ২২ রানের রেকর্ড

গতকাল (মঙ্গলবার) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এক ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের খেলায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ওশানে থমাসের বিশৃঙ্খল বোলিংয়ের সুযোগ নিয়ে রোমারিও শেফার্ড একটি মাত্র বৈধ বল থেকে ২২ রান আদায় করে নিয়েছেন।

লিগের ১৩তম ম্যাচে সেন্ট লুসিয়ার শেফার্ড পাঁচ চার ও সাত ছক্কায় ৩৪ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সাতটি ছক্কার মধ্যে তিনটিই আসে একটি মাত্র ওভারের ‘ফ্রি হিট’ থেকে। ম্যাচের ১৫তম ওভারে বল করতে আসেন ওশানে থমাস। তার তৃতীয় ডেলিভারিটি ‘নো বল’ হয়, যদিও সেই বলে শেফার্ড কোনো রান নিতে পারেননি। পরবর্তী ‘ফ্রি হিট’ ডেলিভারিটিও ‘নো বল’ হয়, কিন্তু শেফার্ড সেই বলে ছয় মারেন।

এরপরের ‘ফ্রি হিট’ বলটিও ‘নো’ হয় এবং শেফার্ড আবারও ছক্কা হাঁকান। থমাসের বারবার ক্রিজের বাইরে পা পড়ায় আম্পায়ার প্রতিটি ক্ষেত্রেই ‘নো বল’ ঘোষণা করেন। ফলে শেফার্ডের তিনটি ছক্কার মধ্যে মাত্র একটিই বৈধ বল থেকে আসে, যা থেকে রেকর্ড ২২ রান সংগৃহীত হয়। ওশানে থমাস সেই ওভারটি শেষ করেন 'নো, ওয়াইড, নো ৬, নো ৬, ৬' এভাবে।

১৫তম সেই ওভারে ওশানে থমাস মোট ৩৩ রান বিলিয়ে দেন। শেষ পর্যন্ত গায়ানা ৬ উইকেটে ২০২ রানের বিশাল পুঁজি দাঁড় করায়, যেখানে শেফার্ড ৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। তবে এই বিশাল সংগ্রহও গায়ানাকে জয় এনে দিতে পারেনি। সেন্ট লুসিয়া ৬ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত