ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৭ ১৫:০৪:৫৬
রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে, যা ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, ভোটকেন্দ্রগুলো আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলোতে স্থানান্তরিত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম এই নতুন তারিখ ঘোষণা করেন।

তবে এই নতুন তারিখ ঘোষণার পরপরই রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ২৮ সেপ্টেম্বর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি জানিয়েছেন।

অন্যদিকে, নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট। এরপর ১ সেপ্টেম্বর থেকে ৪ ও ৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৮ থেকে ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১৪ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে নিয়ে আসার সিদ্ধান্ত, ডোপটেস্ট করতে ৪-৫ দিন সময় লাগা এবং নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই তারিখ পেছানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মনোনয়ন ফরম সংগ্রহের সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, ভোটার তালিকায় ছবি সংযুক্তি এবং সাইবার বুলিং রোধে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত