ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে রেকর্ড সংগ্রহ

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ২৭ ০৯:১২:৩৮
রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে রেকর্ড সংগ্রহ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। নির্বাচনের তৃতীয় দিনেই ৫৫০ জন রেকর্ড প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় ২৩টি পদে ১৬৮ জন, সিনেটের ৫টি পদে ১৯ জন এবং ১৭টি হল সংসদের বিভিন্ন পদে ৩৬৩ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এর আগে প্রথম দুইদিনে মাত্র ২৩ জন প্রার্থী মনোনয়ন তুলেছিলেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে প্রার্থীরা ভিড় জমাতে শুরু করেন রাকসু কার্যালয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনোনয়ন সংগ্রহে শিক্ষার্থীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার স্ত্রীকে নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে আসেন। এ পর্যন্ত যারা মনোনয়ন নিয়েছেন তারা সবাই স্বতন্ত্র প্রার্থী। তবে ছাত্রদল ও ছাত্রশিবিরের পক্ষ থেকে এখনো কেউ ফরম নেননি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ছিল ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। তবে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে এ সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় পদগুলোর মধ্যে ভিপি পদে ৭ জন, জিএস পদে ৫ জন, এজিএস পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৫ জন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ৩ জন, সহ-মিডিয়া সম্পাদক পদে ৪ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, সহকারী মহিলা সম্পাদক পদে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৩ জন এবং সহকারী বিজ্ঞান সম্পাদক পদে ৫ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এছাড়া বিতর্ক সম্পাদক পদে ২ জন, সহকারী বিতর্ক সম্পাদক পদে ৫ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৭ জন, সহকারী গবেষণা সম্পাদক পদে ৫ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ২ জন, পরিবেশ সম্পাদক পদে ৭ জন এবং সহকারী পরিবেশ সম্পাদক পদে ৯ জন ফরম সংগ্রহ করেছেন। কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন নিয়েছেন ৩১ জন।

মনোনয়নপত্র নিতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “আজকের পরিবেশ ছিল প্রাণবন্ত। অনেকেই শোডাউন দিয়ে ফরম তুলেছেন, তবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসেছি। আমি বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বরকে শক্তিশালী করব।”

রাকসু অফিস পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক। তিনি বলেন, “৩৫ বছর পর রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের যে উৎসাহ দেখা যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করছি সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব।”

এদিকে নির্বাচন পেছানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধান নির্বাচন কমিশনার জানান, ছাত্রসংগঠনগুলোর দাবির বিষয়ে আলোচনার ভিত্তিতে মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযুক্তি এবং সাইবার বুলিং রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তনসহ আরও কিছু প্রস্তাব আলোচনায় রয়েছে। আগামী দিনগুলোতে প্রয়োজন অনুযায়ী তফসিলে পরিবর্তন আনা হতে পারে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত