ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ডাকসু: ভোট-প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা দিল কমিশন

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৫ ১৬:১২:০৬
ডাকসু: ভোট-প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা দিল কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু প্রশ্নের জবাব দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ আগস্ট) কমিশনের পক্ষ থেকে ভোটাধিকার, ভোটকেন্দ্র, আনুষ্ঠানিক প্রচারণা ও প্রার্থী উমামা ফাতেমাকে ঘিরে আলোচনা স্পষ্ট করা হয়।

নির্বাচন কমিশন জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ প্রথম বর্ষের (২০২৪-২৫ সেশন) শিক্ষার্থীরা ভর্তি-পরবর্তী প্রাপ্ত পে ইন স্লিপ দিয়ে ভোট দিতে পারবে। অন্য বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কার্ড, হল কার্ড বা লাইব্রেরি কার্ড—এই তিনটির যেকোনো একটি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রচারণা প্রসঙ্গে কমিশন জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন হবে এবং সেদিনই আচরণবিধি নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্র বৃদ্ধির বিষয়ে কমিশনের সিদ্ধান্ত, এবার কোনো নতুন ভোটকেন্দ্র যোগ করা হবে না।

এছাড়া, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে প্রচারণা চালানোর বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানানো হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত