ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
জাকসু প্যানেল ঘোষণা বিলম্বিত
.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এখনও প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল। একদিকে শীর্ষ নেতাদের ছাত্রত্ব না থাকায় নির্বাচন করার সুযোগ হারানো, অন্যদিকে নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থী সংকট এবং বিতর্কিত কমিটি ঘিরে চলমান অভ্যন্তরীণ বিরোধ—সব মিলিয়ে প্যানেল চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে সংগঠনটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনার পর খসড়া তালিকা তৈরি করা হয়। পরে তালিকাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়। তিনি অনুমোদন দিলে চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “প্যানেল নিয়ে আমাদের কাজ প্রায় শেষ। খসড়া তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। এখন আমরা অনুমতির অপেক্ষায় আছি।”
ছাত্রদলের কার্যক্রমে স্থবিরতা শুরু হয় ৮ আগস্ট বিতর্কিত কমিটি ঘোষণার পর। ৩৭০ সদস্যের বর্ধিত কমিটি ও ১৭টি আবাসিক হল এবং একটি অনুষদের ৮৮ সদস্যের উপ-কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিতদের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ ওঠে, ত্যাগীদের উপেক্ষা করে চুরি, ছিনতাই, মাদক ও ছাত্রলীগ সংশ্লিষ্টতা আছে এমনদের পদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা।
১১ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদল ১৩ নেতাকে শোকজ করে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ক্যাম্পাসে টানা কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে, যা প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে শান্ত হয়।
পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে ঢাকায় ১৯ আগস্ট বৈঠক ডাকা হয়। সেখানে আন্দোলন স্থগিতের আহ্বান জানানো হয় এবং নির্বাচন শেষে কমিটি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
বিক্ষুব্ধদের অন্যতম, শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিল্টন বলেন, “কেন্দ্রের অনুরোধে আমরা আন্দোলন স্থগিত করেছি। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কমিটি বাতিল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এখন আমরা নির্বাচন নিয়েই কাজ করছি।”
তারেক রহমানের কাছে পাঠানো খসড়া তালিকায় শীর্ষ পদে একাধিক নাম রাখা হয়েছে। ভিপি পদে শেখ সাদি ও আবদুল গাফফার জিসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী, এজিএস (ছাত্র) পদে রুবেল হোসেন, মেহেদী ইমন, হামিদুল্লাহ সালমান এবং এজিএস (ছাত্রী) পদে মীর্জা সাকি ও সৈয়দা অনন্যা ফারিয়ার নাম রয়েছে।
তবে এসব প্রার্থীদের বেশিরভাগই ক্যাম্পাসে তেমন পরিচিত নন বলে দাবি করেছে ছাত্রদলের অভ্যন্তরীণ একটি অংশ। জানা গেছে, প্যানেল তৈরিতে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা এবং ৫ আগস্ট ২০২৪ সালের আগে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়দের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
শাখা আহ্বায়ক বাবর বলেন, “শীর্ষ পদে একাধিক নাম আলোচনায় রয়েছে। যারা অভ্যুত্থানে অবদান রেখেছে এবং আগে থেকেই সংগঠনে সক্রিয় ছিল, তাদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শিগগির আমরা চূড়ান্ত প্যানেল দিতে পারব।”
জাকসু নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) তাদের প্যানেল ঘোষণা করেছে। নির্বাচন কমিশন আজ সোমবার প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা