ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ঢাবির শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৫ ০৯:২১:০১
ঢাবির শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আলীকে সভাপতি এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাফিজুল্লাহ খান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ঢাকার অদূরে বোট ক্লাবে আয়োজিত শরৎসন্ধ্যা ও মিলনমেলায় এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির পাশাপাশি উপদেষ্টা পরিষদের কমিটিও গঠন করা হয়।

দিনব্যাপী আয়োজনে অ্যালামনাইদের প্রত্যাশা ও করণীয় নিয়ে ‘একাল-সেকাল’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। নবীন ও প্রবীণ অ্যালামনাইদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সত্তর ও আশির দশকের প্রাক্তন অ্যালামনাইসহ নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত