ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: যেই জিতুক, জয় জুলাইয়েরই — ছাত্রশিবির

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৪ ১৬:৪৮:২৯
ডাকসু নির্বাচন: যেই জিতুক, জয় জুলাইয়েরই — ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্লিপ্ততার অভিযোগ তুলেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা এসএম ফরহাদ।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিজনেস ফ্যাকাল্টির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমরা যে অভিযোগগুলো দিচ্ছি, নির্বাচন কমিশন তা আমলে নিচ্ছে না। কিছু প্যানেল রিডিং রুম ও শিক্ষার্থীদের কমফোর্ট জোনে গিয়ে প্রচার চালাচ্ছে, এতে শিক্ষার্থীরা বিরক্ত হচ্ছে। অথচ কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

তিনি আরও অভিযোগ করেন, “আমাদের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কিছু প্রার্থী নিজেদের পজিটিভ দিক না তুলে ধরে শুধু আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় ব্যস্ত, যা আচরণবিধির চরম লঙ্ঘন।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, “গত ৫ আগস্টের আন্দোলনে আমরা ছাত্রদল, শিবির, বাগছাস, ছাত্র অধিকার—সকল জুলাই শক্তিরা একসাথে ছিলাম। আজকের ডাকসু নির্বাচনেও আমরা একসাথে অংশ নিচ্ছি। যেই জিতুক, জুলাই জিতবে।”

তিনি দাবি করেন, “২০১০-১১ সাল থেকে আমরা সারাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ৫-৭ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে, এখনো সন্ধান মেলেনি। ছাত্র সংগঠন হিসেবে একমাত্র শিবিরকেই নিষিদ্ধ করা হয়েছিল।”

ভিপি (সভাপতি) প্রার্থী সাদিক কায়েম বলেন, “বিজনেস ফ্যাকাল্টির ৬ হাজার শিক্ষার্থীর অনেকেই পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের চাপে নির্বাচনী উৎসব থেকে দূরে থাকছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি—নির্বাচনের আগের সব পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক।”

তিনি আরও বলেন, “বিজনেস ফ্যাকাল্টির একমাত্র ডিজিটাল লাইব্রেরি ২০২৩ সাল থেকে বন্ধ। আমরা নির্বাচিত হলে তা সংস্কার করে শিক্ষার্থীদের পড়ার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। এছাড়া, ক্যান্টিনে খাবারের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের ভর্তুকির দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে প্যানেলের বিভিন্ন সম্পাদকীয় পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত