ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ডুয়া নিউজের 'বিশেষ প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
.jpg)
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) এর নিউজ পোর্টাল ‘ডুয়া নিউজ’ এর উদ্যোগে আয়োজিত ‘বিশেষ প্রতিযোগিতার’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আজ অ্যালামনাই ফ্লোরে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে গত এক মাস ধরে ডুয়া নিউজের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক এবং ডুয়া নিউজের প্রধান সম্পাদক জনাব শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করলে একজন ছেলে ঘরে বসেই উল্লেখযোগ্য উপার্জন করতে পারে। একইভাবে, রান্না শিখে একজন মেয়ে গ্রামে বসেও এক থেকে দেড় লাখ টাকা আয় করতে সক্ষম। যারা জানে না, তাদের কাছে এটি কেবল গল্প মনে হবে; যারা জানে, তাদের কাছে এটি বাস্তব।
ঠিক তেমনি, নতুন ধারণা তুলে ধরে তা উপস্থাপন করাই ডুয়া-এর লক্ষ্য। শুধু নিউজ, শুধু প্রচার বা প্রথাগত নিয়মে চলা নয়—এর মাধ্যমে আরও নতুন কিছু সম্ভব কি না, সেটাই আমাদের পরীক্ষা। নতুন আইডিয়া, নতুন উপস্থাপনা এবং সৃজনশীল প্রচেষ্টা—এই দিকগুলোকে আমরা সামনে আনতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুয়া’র সদস্য সচিব ও ডুয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক জনাব এ টি এম আবদুল বারী ড্যানি এবং ডুয়া’র সদস্য ও ডুয়া নিউজের সম্পাদক জনাব আবদুস সাত্তার মিয়াজী।
এ টি এম আবদুল বারী ড্যানি বলেন, আমরা তোমাদের থেকে আরও অনেক বেশি প্রত্যাশা করছি। তোমরা তোমাদের বন্ধুদের কাছেও এটা ছড়িয়ে দিবা, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। এটি শুধু প্রতিযোগিতা নয়, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া তোমাদের দায়িত্বও বটে। তোমাদের উৎসাহিত করার জন্য, নিউজ পোর্টালকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, দপ্তর সচিব ও ডুয়া নিউজের সমন্বয়ক বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন ও মো. তহা।
আয়োজকরা জানান, পাঠকদের উৎসাহিত করতে এবং ডুয়া নিউজের সাথে তাদের সম্পৃক্ততা আরও বাড়াতে এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বিজয়ীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ডুয়া নিউজকে ধন্যবাদ জানান।
বিজয়ীদের তালিকা
1. Nazibul Haque
2. Mim Akter
3. Md. Mehedi Hasan Shaikat
4. Md. Hossain Mahmud Shifat
5. মোঃ উমর শরীফ
6. Mehedi Hasan
7. Ataur Rahman
8. Rasel Mahmud
9. MD Helal Chowdhury (কুম্ভকর্ণ)
10. Sumaya Rahman
11. Md Miraj
12. Rakin Rahat
13. ইবনে সায়েম বিন শফি
14. HARUN
15. Nazim Uddin Shahed
16. Ohidul Islam Ohi
17. Lutfor Rahman
18. Hossain Imran
19. Habib Rahman
20. Mahbub Alam (Ridoy)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা