ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

যাত্রাবাড়ী হত্যাকাণ্ড: রিমান্ড শেষে কারাগারে মাই টিভির চেয়ারম্যান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৩ ১৯:৩৭:৪৪
যাত্রাবাড়ী হত্যাকাণ্ড: রিমান্ড শেষে কারাগারে মাই টিভির চেয়ারম্যান

গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালত বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিব হাসান শুনানি শেষে এই আদেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসাদুল হক বাবু নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত শেষ না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা সাথীকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে নাসির উদ্দিন সাথীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়। পরের দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তাকে আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রাখার অনুমতি দেন।

তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেওয়া আসাদুল হক বাবুর বুকে ও ডান পায়ে আসামির ছোড়া গুলি লাগে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত