ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কৃষকদের থেকে সরাসরি আলু কিনবে সরকার: কৃষি উপদেষ্টা
.jpg)
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এ বছর আলু উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছেন না। দাম না পেলে তারা ভবিষ্যতে আলু চাষে অনাগ্রহী হয়ে পড়তে পারেন। কৃষকদের ক্ষতি কমাতে সরাসরি কৃষকের থেকে সরকারিভাবে আলু কেনা হবে বলেও জানান তিনি।
শনিবার রাজধানীর গাবতলীস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেন, বিএডিসির টিস্যু কালচার কেন্দ্রে আলু, আনারস, খেজুর, বিভিন্ন ফুলের টিস্যু কালচার করা হচ্ছে। আমরা খেজুর আমদানি করে আনি; স্থানীয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত চারা ব্যাপকভাবে ছড়িয়ে দিলে আমদানি নির্ভরতা কমবে। নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে চড়া মূল্যে আলুর বীজ কিনতে হয়। দেশে উন্নত জাতের বীজ উৎপাদন করতে পারলে দেশের কৃষির জন্য তা ভালো হবে। বিএডিসি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে সে কাজ করছে বলে উপদেষ্টা এসময় জানান।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃষ্টির কারণে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হলে সমস্যা স্বাভাবিক হবে। সবজির দাম বেড়েছে হলেও আলুর দাম কম রয়েছে। এ বছরের আলু বিক্রি করে কৃষকরা লাভ পাচ্ছেন না। তাই সরকারের পক্ষ থেকে কিছু আলু ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে এবং আশা করা যায় নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় বিভিন্ন দেশের থেকে অস্ত্র প্রবেশের প্রবণতা আগে থেকেও দেখা গেছে। এ ধরনের প্রবণতা রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, শুধু নির্বাচনের জন্য নয়, অন্যান্য সময়ও দেশের সুরক্ষা নিশ্চিত করা হবে।
মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে কোনো অসুবিধা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
তিনি জানান, দেশে বাক ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আগে অনেক কিছু প্রকাশ করা যেত না, এখন সবাই স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন।
তিনি আরও বলেন, সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার জনগণ অনেক সচেতন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ