ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
আজ বায়ার্নের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বুন্দেসলিগার মৌসুম
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেছে আগেই। বাকি ছিল কেবল জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরিআ।
আজ শুক্রবার রাত সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) শুরু হবে বুন্দেসলিগার ২০২৫-২৬ মৌসুম। উদ্বোধনী ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে আরবি লাইপজিগের। আর আগামীকাল শনিবার জেনোয়া ও লেচ্চের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ইতালিয়ান সিরিআ।
গত মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান সুপারকাপে দাপট দেখিয়ে শিরোপা জিতেছে বায়ার্ন। যদিও ক্লাব বিশ্বকাপের কারণে তাদের প্রস্তুতি সময় কিছুটা কম ছিল তবুও ভিনসেন্ট কোম্পানির দলকে ঘরের মাঠে স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছে।
অন্যদিকে নতুন কোচ ওলে ভার্নারের অধীনে ভিন্নতর সূচনা করতে চায় লাইপজিগ। গত মৌসুমে সপ্তম স্থানে থেকে তারা শেষ করেছিল যা প্রায় এক দশকের মধ্যে তাদের সবচেয়ে খারাপ ফলাফল। দল থেকে বেঞ্জামিন শেশকো চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে আর জাভি সিমন্সের ভবিষ্যৎও অনিশ্চিত।
তবুও আক্রমণভাগে লোয়িস ওপেন্ডা ও সিমন্সের মতো প্রতিভাবানরা থাকায় বায়ার্নের রক্ষণকে চাপে ফেলতে পারে অতিথিরা। বায়ার্নের অধিনায়ক হ্যারি কেইন পুরোপুরি ফিট এবং আক্রমণভাগের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। সাবেক লাইপজিগার কনরাড লাইমারও খেলতে পারেন তার পুরোনো দলের বিপক্ষে। তবে অ্যাপেন্ডিসাইটিস সার্জারির কারণে তরুণ মিডফিল্ডার টম বিশফকে পাচ্ছে না বায়ার্ন।
পরিসংখ্যানের দিক থেকেও বায়ার্ন এগিয়ে। ২০১১ সালের পর থেকে মৌসুমের প্রথম ম্যাচে তারা কখনো হারেনি। তবে লাইপজিগেরও চমক দেখানোর নজির আছে—গত মৌসুমে সুপারকাপে তারা বায়ার্নকে হারিয়েছিল।
বায়ার্ন মিউনিখের সম্ভাব্য একাদশ:
ম্যানুয়েল ন্যুয়ের, দাইওত উপামেকানো, জোনাথান তাহ, জোসিপ স্টানিসিচ, জশুয়া কিমিচ, লিওন গোরেৎকা, কনরাড লাইমার, লুইস দিয়াজ, সের্জ ন্যাব্রি, মাইকেল ওলিসি, হ্যারি কেইন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)