ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচন: ৪৬২ মনোনয়নপত্র চূড়ান্ত 

২০২৫ আগস্ট ২১ ২২:০৭:১১

ডাকসু নির্বাচন: ৪৬২ মনোনয়নপত্র চূড়ান্ত 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চিফ রিটার্নিং অফিসার জানান, এর মধ্যে ৪৬২টি মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে, আর ৪৭টি মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হিসেবে বাতিল করা হয়েছে।

এছাড়া, ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৮ জন, জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জন।

প্রায় তিন দশক পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন নতুন করে অনুষ্ঠিত হয়। এরপর এবার (২০২৫) পুনরায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে পাঁচ প্যানেলের মধ্যে ভোটের লড়াই হবে বলে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডাকসু নির্বাচনে ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদের জন্য ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে ১ হাজার ১০৯টি জমা পড়েছে এবং বাকি ৩১৮টি জমা হয়নি।

আসন্ন ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে অংশ নিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (গণতান্ত্রিক ছাত্রসংসদ) এবং অপরাজেয় ৭১-অদম্য ২৪ (বামপন্থী তিন সংগঠনের যৌথ প্যানেল)।

এর আগে প্যানেল ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ (বামপন্থী সাত ছাত্রসংগঠনের যৌথ প্যানেল), ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (ইসলামী ছাত্রশিবির), ডিইউ ফার্স্ট (মাহিন সরকার নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল), ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ (ছাত্র অধিকার পরিষদ), ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং সম্মিলিত ছাত্র ঐক্য (স্বতন্ত্র প্যানেল)।

প্যানেলগুলোর বাইরে বেশ কয়েকজন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারকে ঘিরে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা চলছে। কারণ, তিনি একসময় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) নেতা ছিলেন। যদিও বিভিন্ন পক্ষ তার প্রার্থিতা প্রত্যাহারের দাবি তুলেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বহাল রেখেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ