ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
এএসএ ইউনিভার্সিটিতে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার
এএসএ ইউনিভার্সিটি বাংলাদেশে বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে “Bridging Academia and Industry Through AI and Cyber Security” শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)।
সেমিনারে সভাপতিত্ব করেন এএসএ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি কেবল প্রযুক্তিগত খাত নয়, বরং জাতীয় উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য অপরিহার্য ভিত্তি।
বিশেষ অতিথি এএসএ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক বলেন, গবেষণা ও শিক্ষাকে শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে পারলে শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা হিসেবেও তৈরি হতে পারবে। তাঁর মতে, সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রধান অতিথি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাশরুর আলী বলেন, শিল্পক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকি বাড়ছে। দক্ষ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ছাড়া শিল্প খাতের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৌদি আরবের মদিনায় ইউনিভার্সিটি অব প্রিন্স মুকরিনের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রহমান। তিনি বলেন, সাইবার অপরাধ বিশ্বব্যাপী বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এআই ও ফরেনসিক প্রযুক্তি ব্যবহার করলে এই ঝুঁকি মোকাবিলা সম্ভব হবে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে জোর দিতে হবে।
বক্তারা আরও বলেন, একাডেমিয়া ও শিল্পক্ষেত্রের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি খাতে যৌথ গবেষণা, দক্ষ জনশক্তি তৈরি ও শিল্পক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেওয়ার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং