ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচন: নাম কিংবা দলীয় পদবি নয়, বিচার করুন কাজে

২০২৫ আগস্ট ২০ ১৭:৩৯:১৭

ডাকসু নির্বাচন: নাম কিংবা দলীয় পদবি নয়, বিচার করুন কাজে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী ইসরাত জাহান নিঝুম বলেছেন আমার নাম বা কোনো দলীয় পদ-পদবি দিয়ে নয়, আমার কাজের ভিত্তিতেই আমাকে বিচার করুন। ইসরাত জাহান নিঝুম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী।

মঙ্গলবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য তুলে ধরেন।

পোস্টে তিনি লেখেন, তার নির্বাচনী ইশতেহার আসলে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত নিজের লেখা নিবন্ধগুলো। তিনি ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে স্বাস্থ্য, পরিবেশ বা ক্যাম্পাস ইস্যু নিয়ে ভাবতে শুরু করেননি। বরং গত চার বছর ধরেই এসব বিষয়ে লিখেছেন ও চিন্তা করেছেন।

তার ভাষ্যে, আমি জানতাম না, একদিন আমার সেই ভাবনা ও লেখা ইশতেহার হিসেবে আপনাদের সামনে দাঁড়াবে। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, তাই আমার সেই চিন্তা ও পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আপনাদের সমর্থন প্রত্যাশা করছি।

ইসরাত জাহান নিঝুম লেখেন, আপনারা হয়ত জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও গ্রিন ফিউচার ফাউন্ডেশন নামে দুইটা সংগঠন রয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে হল ডিবেট, পত্রিকায় লেখালেখি করার পাশাপাশি আমার পছন্দের জায়গা পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি গ্রিন ফিউচার ফাউন্ডেশনের একজন অ্যাক্টিভ ভলান্টিয়ার হিসেবে অনেক কাজ করেছি। এ ছাড়া রাজউক উত্তরা মডেল কলেজে পড়ার সময় থেকেই আমি কলেজ ক্যাম্পাসে এসব কার্যকলাপে আগ্রহের সাথে অংশগ্রহণ করতাম। তাই সাংগঠনিক দক্ষতা আমার কথায় নয়, আমার কাজের মাধ্যমে প্রতিফলিত হোক। আমি বিশ্বাস করি ‘With opportunity comes responsibility Winston Churchill’

পোস্টে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয় জীবনের গত চার বছরে তিনি কী করেছেন বা করেননি তার প্রমাণস্বরূপ কিছু ছবি সংযুক্ত করেছেন। এসব ছবিতে আন্দোলনের দিনগুলোতে হল থেকে প্ল্যাকার্ডে স্লোগান লেখা, শাহবাগে স্লোগান দেওয়া, ছাত্রলীগের হামলার শিকার হওয়া, রাতের বেলা হল ভেঙে বের হয়ে আসা এবং এক দফা আন্দোলনে শামিল হওয়ার দৃশ্য ফুটে উঠেছে। কলেজে পড়াকালীন তিনি নিরাপদ সড়ক আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নেন। তার ভাষায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান একদিনে তৈরি হয়নি। তিনি আরও জানান, তার বোন নুসরাত জাহান যিনি মৈত্রী হলের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছিলেন তার উত্তরসূরি তিনি নিজে। পাশাপাশি নারীর অধিকার, নিরাপদ ক্যাম্পাস, যথাযথ শিক্ষাব্যবস্থা, সরকারি চাকরিতে জনআকাঙ্ক্ষা পূরণসহ সমাজের নানা অসংগতি নিয়ে দীর্ঘদিন ধরে পত্রিকার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন।

কেমন ক্যাম্পাস তিনি চান সে প্রসঙ্গে ইসরাত জাহান নিঝুম লেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগের ভয়ে ক্যাম্পাসে কেউ কথা বলার সাহস পেত না। প্রথম বর্ষে পড়ার সময়ই মাথায় আসে পত্রিকায় লেখা যায় কি না। সাহস করে জীবনের প্রথম লেখা পাঠান ক্ষমতাসীন দলের গুন্ডাবাহিনী ও গেস্ট রুম কালচার-এর বিরুদ্ধে। মাত্র ১৫ দিন ক্লাস করার পরই ৩১ জানুয়ারি ২০২২ তার প্রথম লেখা ছাপা হয়। এরপর থেকে তিনি অবিরত ছাত্রলীগের হুমকি সহ্য করে বিশ্ববিদ্যালয় জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তার প্রত্যাশা, আর কখনো ক্যাম্পাসে ভয়ভীতি বা দমনের সংস্কৃতি ফিরে আসবে না। বরং ক্যাম্পাস হবে এমন একটি জায়গা, যেখানে সবাই মুক্ত পরিবেশে পড়াশোনা, গবেষণা, গান, কবিতা, আড্ডা, খেলাধুলা, বিতর্ক এবং সুস্থ রাজনৈতিক আলোচনায় অংশ নিতে পারবে।

সবশেষে তিনি লেখেন, আমি আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই। এই আহ্বান শুধু বর্তমান প্রজন্ম নয়, সাবেকদের প্রতিও রইল। আমি বিশ্বাস করি, অনুজ তার পূর্বসূরির অনুসারী। তাই যেকোনো প্রয়োজনে, যেকোনো সময়, যে কেউ আমাকে নক দিতে পারেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ