ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে চান অ্যালেক্স মার্শাল

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১৯ ১৮:২৮:২৬
বাংলাদেশ ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে চান অ্যালেক্স মার্শাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যালেক্স মার্শাল। আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক এই প্রধান মঙ্গলবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেই বাংলাদেশ ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এবং চলমান তদন্তের প্রেক্ষাপটে মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, "বিপিএল একটি জনপ্রিয় লিগ। এখানে সবকিছু উঁচু মানের, পেশাদার ও সুরক্ষিত হতে হবে। বিশ্বের যেকোনো জায়গাতেই ফ্র্যাঞ্চাইজি লিগ সুরক্ষিত হওয়া উচিত এবং আমি বিপিএলেও এটা নিশ্চিত করার জন্য কাজ করব।"

মার্শাল জানান, তার মূল লক্ষ্য ক্রিকেটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নীতি-নৈতিকতা শক্তিশালী করা, যাতে দুর্নীতিবাজরা কোনো সুযোগ নিতে না পারে। তিনি বলেন, "সমর্থকরা মাঠে যে খেলাটা দেখেন, তারা তা প্রবলভাবে বিশ্বাস করেন। আমাদের নিশ্চিত করতে হবে ক্রিকেটাররা যেন খেলাটাকে কলুষতামুক্ত রাখেন। সবসময় এখানে কলুষতার সম্ভাবনা থাকে, কারণ দুর্নীতিবাজরা বিশ্বজুড়েই খেলোয়াড়দের হাত করার সুযোগ খোঁজে।"

তিনি আরও জানান, বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলসহ সকলের পূর্ণ সমর্থন পেয়েছেন এবং আগামী ৩-৪ সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন ইউনিটকে নতুন করে সাজিয়ে একটি পরিকল্পনা বোর্ডে উপস্থাপন করবেন। তার মতে, দীর্ঘস্থায়ী সুরক্ষা ও শিক্ষার মাধ্যমেই ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখা সম্ভব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত