ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মনোনয়নপত্র সংগ্রহে 'বাধা', প্রশাসনের ভূমিকা 'প্রশ্নবিদ্ধ': অভিযোগ ছাত্রদলের

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ১৮ ২১:০৮:১৫
মনোনয়নপত্র সংগ্রহে 'বাধা', প্রশাসনের ভূমিকা 'প্রশ্নবিদ্ধ': অভিযোগ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, সোমবার (১৮ আগস্ট) ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়ন ফরম নিতে যাওয়া তাদের নেতাকর্মীদের ওপর একদল শিক্ষার্থী হামলার চেষ্টা চালায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ঢাবি ছাত্রদলের নেতারা।

অভিযোগে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদিন ধরে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা যথানিয়মে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ফজিলাতুন্নেছা মুজিব হলে ফরম নিতে গেলে দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী ‘প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী’ তাদের ওপর হামলার চেষ্টা চালায়।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে উপস্থিত নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে মনোনয়ন ফরম সংগ্রহ করতে না পেরে ওই শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধারাবাহিক ব্যর্থতা এবং হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাদের দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন এবং নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ছাত্রদল মনে করে, প্রশাসনের নীরব ভূমিকা এবং হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি ও ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে সংগঠনটির দাবি— সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত