ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বিটিআরসিতে হঠাৎ পরিবর্তন মহাপরিচালক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৮ ১৯:৫৪:১৬
বিটিআরসিতে হঠাৎ পরিবর্তন মহাপরিচালক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রশাসন উইংয়ের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা)-এর সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বিটিআরসিতে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে যুগ্নসচিব মেহেদী উল সহিদকে।

বিটিআরসিতে যোগদানের পর তিনি কোন উইং-এর মহাপরিচালক হবেন, তা পরে নির্ধারণ করা হবে।

সোমবার দুইটি পৃথক প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এর আগে বিটিআরসির রাজস্ব ও অর্থ বিভাগের পরিচালক এয়াকুব আলী ভূইয়াকে এক বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত করা হয় এবং দণ্ড দেওয়া হয়। তবুও তাকে একই পদে বহাল রাখেন প্রশাসন উইংয়ের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সম্প্রতি সেই কমিটি আব্দুল্লাহ আল মামুনকে বিটিআরসি থেকে প্রত্যাহারের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এর প্রেক্ষিতে গত ৩০ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, মন্ত্রণালয়ের এমন নির্দেশনার কারণেই বদলি হয়ে থাকতে পারেন আব্দুল্লাহ আল মামুন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত